Posts

কবিতা

অপাংতেয়

September 11, 2024

linkon abrar

Original Author মোঃ জিয়াউর রহমান লিংকন

Translated by মোঃ জিয়াউর রহমান লিংকন

57
View


এখন এক অপাংক্তেয় জীব
তোমার কাছে আমি।
তাইতো এখন জানি
মুক্তি চাও তুমি।
সেদিনেই তুমি বলেছিলে,
ভালবাসায় পুর্ণ তুমি। 
গাছের নীচেও আমার সাথে
থাকতে তুমি রাজি।
গয়নাগাটি না পাও যদি,
জংলিফুলের মালা গেঁথে
সাজিয়ে নিও তুমি।
গাছের ফাঁকে চাঁদের আলো 
পরবে মোদের গায়ে,
ভালবাসায় জড়িয়ে নিও
তোমার খোলা বুকে।
ঝড়ঝড়িয়ে বৃষ্টি যখন
ঝড়বে আকাশ হতে, 
দুজনে ভিজবো তখন
রাজহংসী হয়ে। 
তবে কেন এখন তুমি
মুক্তি পেতে চাও? 
দরজাটা আজ খুলেই দিলাম
ভালবাসার খাঁচা ভেঙ্গে
যেথায় যাবে যাও? 
আবার যদি কোনদিনও
ভালবাসার টানে তুমি
ফিরে আসতে চাও।
""""""""""""""" লিংকন।

Comments

    Please login to post comment. Login