এখন এক অপাংক্তেয় জীব
তোমার কাছে আমি।
তাইতো এখন জানি
মুক্তি চাও তুমি।
সেদিনেই তুমি বলেছিলে,
ভালবাসায় পুর্ণ তুমি।
গাছের নীচেও আমার সাথে
থাকতে তুমি রাজি।
গয়নাগাটি না পাও যদি,
জংলিফুলের মালা গেঁথে
সাজিয়ে নিও তুমি।
গাছের ফাঁকে চাঁদের আলো
পরবে মোদের গায়ে,
ভালবাসায় জড়িয়ে নিও
তোমার খোলা বুকে।
ঝড়ঝড়িয়ে বৃষ্টি যখন
ঝড়বে আকাশ হতে,
দুজনে ভিজবো তখন
রাজহংসী হয়ে।
তবে কেন এখন তুমি
মুক্তি পেতে চাও?
দরজাটা আজ খুলেই দিলাম
ভালবাসার খাঁচা ভেঙ্গে
যেথায় যাবে যাও?
আবার যদি কোনদিনও
ভালবাসার টানে তুমি
ফিরে আসতে চাও।
""""""""""""""" লিংকন।
57
View