Posts

গল্প

হারিয়ে যাওয়া আপার খোঁজ (Premium)

September 11, 2024

Madhab Debnath

0
sold
জমির: অনেক দিনের আশা ছিল তোকে কাছে পাওয়ার আর আজ না পেলে তো তুই চলে যাবি আবার শ্বশুর বাড়ি তাই আর সময় নষ্ট করতে চাই না।

এই বলে আপার উপর পাষান্ডটা ঝাঁপিয়ে পড়ে আপা হাত পা ছুড়তে ছুড়তে এক সময় স্থির হয়ে যায়।

অবশেষে আপার মাথায় পাশে থাকা শিল দিয়ে আঘাত করে আপার প্রান পাখিটা উড়ে যায়। বাইরে এসে পাষণ্ডটা আপার নামে অপবাদ রটায় আর সেই রাতে বাঁশ ঝাড়ে মাটি চাপা দিয়ে আসে!

এতক্ষণ ধরে সবাই এই নির্মম কাহিনী শুনছিলাম আর আমার বুকটা ফেটে যাচ্ছে কষ্টে!

সবকিছু শুনে বিচারক হত্যা ও ধর্ষণের অভিযোগে তাকে ৩ দিন পর ফাঁসির রায় ঘোষণা করেন!

খুনিকে শাস্তি দিতে পেরে প্রশান্তি আর বোন হারানো এক বুক কষ্ট নিয়ে বাড়ি ফিরছি।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login