Posts

গল্প

Room No:602 part-2 (Premium)

September 11, 2024

তাজমিন ইসলাম তিন্নি

Original Author Tazmin Islam Tinni

ম্যানেজার আবার বলতে শুরু করল, "সেই বিশ্রী দেখতে 'মেয়েটায় ১২ বছর আগে তার বান্ধবীকে 'ধাক্কা দিয়ে ফেলে নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। আর যে কান্নার শব্দ পেয়েছো সেগুলো ঐ মেয়েদেরই কান্নার আওয়াজ। তাদের দুই জনেরই আত্মা অতৃপ্ত হওয়ায় তারা আর মুক্তি পাইনি। তাই এখনো অতৃপ্ত হয়ে ঘুরে বেড়ায় আর নতুন কোনো অতিথি এ বুমে থাকলেই তাদের কাউকে না কাউকে মেরে ফেলে। যেমনঃ তোমাদের মধ্যে তিন্নিকেই তারা মেরে ফেললো।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login