Posts

কবিতা

ভালোবাসার কবিতা (Premium)

September 11, 2024

আব্দুল্লাহ নাজিম আল মামুন

Original Author আব্দুল্লাহ নাজিম আল মামুন

0
sold
ভালোবাসা

যে ভালোবাসার কথা ভাবে, সে যেন দায়িত্ব নিয়েই ভালোবাসে
কখন কী করতে হবে সেটা মাথায় রাখে
দেখা করতে চাইলে সময় দিতে হবে, রাগ করলে বুকে জড়িয়ে নিবে
টেনশনে মুখে সিগারেট ধরিয়ে দিবে
পাশাপাশি বসে থাকলে রবীন্দ্র সংগীত শোনাবে
হাঁটার সময় হাত ধরা বাধ্যতামূলক।

প্রচণ্ড মাইগ্রেনের ব্যথা উঠলে মাথায় ঠান্ডা পানি দিবে
নিয়ম করে প্যারাসিটামল খাওয়াবে, সুস্থ করে তোলবে।
আকাশে একত্রিত দুইটা পাখি উড়ে গেলে আঙুলের ইশারায় দেখিয়ে দিবে
বেঁঁচে থাকা কী সুন্দর শিখিয়ে দিবে।

কখন আকাশে মেঘ করে বৃষ্টি নামবে আভাস দিবে
বাহিরে যাওয়ার আগে কপালে চুমু দিয়ে হাতে ছাতা ধরিয়ে দিবে
পাঞ্জাবির বোতাম খোলা আছে কিনা খেয়াল করে দেখে নিবে
পকেটে বিশ টাকার চকচকে নোট ঢুকিয়ে দিবে।

অফিসে গেলে বারবার ফোন দিয়ে বিরক্ত করবে
বাসায় কখন ফিরছি জানার জন্য মেসেজ দিবে
বেলী ফুলের মালা নিয়ে আসার বাহানা ধরবে
অভিযোগ করবে, ঝগড়া হবে
এরপরও সে একসাথে সংসার করবে
প্রচণ্ড ভালোবাসবে হৃদয় দিয়ে।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login