- Status Active
- Member since September 11, 2024
- Post Count ২
- Purchase Count ০
- Sales Count ০
0 reputation points
LEVEL 0
0 points to LEVEL 1
কিশোর কবি, লেখক ও সংগঠক
আব্দুল্লাহ নাজিম আল মামুন। একজন কোরআনের হাফেজ, কিশোর কবি, লেখক ও সংগঠক। তিনি জন্মগ্রহণ করেন ২০০৬ সালের ৬-ই মে কক্সবাজার জেলার একটি দ্বীপ উপজেলা কুতুবদিয়ায়। শৈশবে লেখাপড়ার হাতখড়ি গ্রামের কেজি স্কুল ও প্রাইমারী বিদ্যালয়ে। বর্তমানে তিনি পড়ছেন একাদশ শ্রেণীতে। পাশাপাশি চালিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় নিয়মিত লেখালেখি এবং তার সাথে যুক্ত আছেন প্রথম আলো'র সামাজিক ও মানবিক সংগঠন বন্ধুসভার সাথে। বন্ধুসভার ওয়েবসাইটে কবির কবিতা, ছড়া, ফিচার, গল্প ও ঋতুবৈচিত্রময় বিভিন্ন লেখা প্রকাশিত হয়। এছাড়া তিনি প্রথম আলো'র ছাপা পত্রিকায়ও সমাজের বিভিন্ন অসঙ্গতিপূর্ণ ঘটনা তুলে ধরেন। মানুষকে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সবসময় নিয়োজিত থাকার আহ্বান করেন। কবি ২৪ এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন এবং ফ্যাসিস্ট বিরোধী অসহযোগ আন্দোলনে নেতৃত্ব প্রদান করেন।
কবি তার চিন্তা-ভাবনা, দর্শণ ও জীবন কেবল মানুষের জন্য বিলিয়ে দেওয়ার স্বপ্ন দেখেন। কবি তার কথা ও কবিতার মাধ্যমে মানুষের মনে জায়গা করে নিতে চান।
কবি তার চিন্তা-ভাবনা, দর্শণ ও জীবন কেবল মানুষের জন্য বিলিয়ে দেওয়ার স্বপ্ন দেখেন। কবি তার কথা ও কবিতার মাধ্যমে মানুষের মনে জায়গা করে নিতে চান।