Posts

প্রবন্ধ

কষ্টের অন্ধকার জার্নিতে তাদের জন্য আশার আলো (Premium)

September 13, 2024

Madhab Debnath

0
sold
এই ভাবনা থেকেই করোনার সময়ে, দুই হাজার বিশ সালের এপ্রিল মাসে নিজের ইউটিউব চ্যানেল চালু করেন রব। প্রথম ভিডিও ছিল- কীভাবে টাই বাঁধবো- এটা নিয়ে, How to tie a tie শিরোনামে। খুব অল্পসময়ে মিলিয়ন সাবস্ক্রাইবার পেয়ে যান রব। তিনি বুঝতে পারেন, আশেপাশে এমন ছেলেমেয়ের সংখ্যা অনেক যারা বাবা-মার ঝগড়া বা বিচ্ছেদের কারণে খুবই কষ্টকর এক অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে আর নিজেদের এই কষ্টের অন্ধকার জার্নিতে তাদের জন্য আশার আলো হয়ে এসেছে রব কেনির এই ইউটিউব চ্যানেল। দুই বছর শেষে চ্যানেলের সাবস্ক্রাইবারের পরিমাণ চার দশমিক নয় মিলিয়ন।
রব নিজেও দুই সন্তানের জনক, একজন ছেলে আর একজন মেয়ে নিয়ে সুখের পরিবার তার। সম্প্রতি বইও লিখেছেন তিনি কম বয়সী বাচ্চাদের প্রতি উপদেশ নিয়ে। উপদেশের ইংরেজি advice হলেও, রবের বইয়ের নাম Dadvice.

This is a premium post.

Comments

    Please login to post comment. Login