Posts

প্রবন্ধ

এতোগুলো গুন একসাথে মেইন টেইন করা সম্ভব? (Premium)

September 13, 2024

Madhab Debnath

0
sold
যে কোন স্টে- এট- হোম কোনো নারীকে যদি প্রশ্ন করা হয়, আপনি কি করেন?
সে সপ্রতিভ ভাবে উত্তর দেয় - আমি কিছু করি না আর পড়া শেষ হবার আগেই যদি কারো বিয়ে হয়ে যায় তাহলে পড়া বন্ধো করে দেয়া বা কোনো মতে শেষ করে ফেলাই উত্তম। অতো শিক্ষিত হবার দরকার নেই যতোটা হতে গেলে সংসারে মন থাকেন আর যতো শিক্ষিত ততো সচেতন, এ বিষয়টা তো সবার আগে নজরে আসে। এদের হ্যান্ডেল করার রিস্ক কেউ নিতে চায় না।
নারীর জীবনে ছুটির দিন বলে কিছুই নাই। যেদিন অফিস থাকে না সেদিন বাসার কাজ থাকে।
লাস্ট বাট নট দ্য লিস্ট, নারীর চরিত্র ভালো হতে হবে অবশ্যই। তার ফুল বডির সব যায়গায় জায়গায় চরিত্র সেট করা থাকে। এমনকি জোরে হাসলেও চরিত্রের উপর প্রেশার পড়ে। অতএব এমন ভাবে চলতে হবে যেনো চরিত্র একেবারে অক্ষতো থাকে। দরকার পড়লে চরিত্র ঠিক রাখার জন্য ঘরের মধ্যে নিজেকে বন্দী করে ফেলতে হবে। কিভাবে এতোগুলো গুন একসাথে মেইন টেইন করা সম্ভব?

This is a premium post.

Comments

    Please login to post comment. Login