পোস্টস

গল্প

রাজ্য আছে বলেই তো রাজা আছে। (প্রিমিয়াম)

১৩ সেপ্টেম্বর ২০২৪

Madhab Debnath

এবার মন্ত্রীদের সবাই কনফিউজড। একজন বললো, জামাই রাজার সাথে রিলেশনশিপ নস্ট করে কী লাভ; কয়েকটা গ্রামই তো, তাই না?
কথা শুনে ভালো রাজা খামোশ বলে গর্জে উঠলেন। তারপর ঘ্যাচাং করে তরবারি বের করে বললেন, রাজ্য আছে বলেই তো রাজা আছে। রাজ্য মানে মাটি। সেই মাটির এক ইঞ্চিও বেদখল বা জবরদখল হওয়া মানে রাজ্যের অখন্ডতা, কম্প্রোমাইজড হলো রাজ্যের অখন্ডতা, কম্প্রোমাইজ হওয়া মানে যুদ্ধ অনিবার্য। আমি সীমান্ত উদ্ধার করতে চললাম। যারাই আমার আগে সীমান্তে পৌছাতে ব্যর্থ হবে তাদের প্রত্যেকের গর্দান যাবে।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।