Posts

চিন্তা

যেটার উপরে শুধু একটা শব্দই লিখা থাকবে "মানুষ" (Premium)

September 13, 2024

Madhab Debnath

0
sold
এ জন্যেই জ্যাম এ বসে রিকশাযাত্রী ভাবতে থাকে সব দোষ ওই প্রাইভেটকার মালিকদের আর গাড়ির যাত্রীরা অবহেলার দৃষ্টি দিয়ে আয়েশ করে ঘাড় বাকিয়ে ভাবে এই পৃথিবীতে রিকশা হলো একদম অপ্রোয়জনীয় একটা বাহন, এভাবেই বক্স বন্দী হয়ে যায় আমাদের আপাত বুদ্ধিমান মস্তিস্ক। এজন্যেই ইউরোপ ভাবে আফ্রিকা বর্বর, আফ্রিকা ভাবে ইউরোপ চতুর, আমেরিকা ভাবে পৃথিবীতে শুধু একটাই মহাদেশ আছে সেটা হলো নর্থ আমেরিকা আর আমরাও নিজের ক্ষুদ্রাতি ক্ষুদ্র বৃত্তটাকেই ভাবি মহাকাশের মতো বিশাল। এজন্যেই পাশের বৃত্তের কারো সুখ, দুঃখ, ক্ষোভ আমাদের কোনো ভাবেই স্পর্শ করে না। নিজের গন্ডির বাইরে যেতে না পারাটা একজন মানুষের জীবনের একটা নির্মম ব্যর্থতা। জীবনের শেষ দিনগুলোতে অনেকেই আফসোস করে বৃত্ত আকা ঠিক মতো শেখেনি বলে।
তাই আমি জ্যমিতি ভালোবাসার চেষ্টা করছি, একটা বিশাল বৃত্ত আঁকতে চাই, একটা অনেক বড় বক্সে থাকতে চাই আর যেটার উপরে শুধু একটা শব্দই লিখা থাকবে "মানুষ"

This is a premium post.

Comments

    Please login to post comment. Login