সবকিছু ঠিক হয় না কোনোদিন, এই হতাশা যায় না- এই দিনগুলা সুস্থ হয়ে ওঠে না, আমি হাসি না।রাতগুলা জ্বলে জ্বলে থাকে,বুকের ভিতর আলোর কারিশমা বাজতে থাকে,কাউরে খুঁজে পাই না, আমার ভালো হওয়ার দরকার নাই- আমি কোনোদিন সাইরা উঠবো না জানি- তোমরা সাইরা উইঠো। সুস্থ হয়ে যেও।