Posts

কবিতা

আমি আসলে তোমার খারাপ চাই

September 14, 2024

মিলু

Original Author কৌশিক মজুমদার শুভ

89
View

সত্যি বলতে তোমার খারাপ দেখতে ভালো লাগবে- তোমার সংসার ভাঙলে ভালো লাগবে, 
স্বামীর সাথে ছাড়াছাড়ি হবে, 
বাপের বাড়ি চলে আসবা- একা একা ঘরে শুইয়া থাকবা, একসময় পুরানা বন্ধুবান্ধবের সাথে যোগাযোগ হবে, কথাবার্তা হবে- 
একসময় এক দুই করে আমার সাথেও হবে যোগাযোগ - আমার সাথে আবারো খারাপ থাকতে শুরু করবা, ঝগড়া করবা, আমার ব্যাপারে একশো এক অভিযোগ গজাইয়া উঠতে থাকবে তোমার- এইভাবে আবার আগের দিনের মতো খারাপ থাকতে শুরু করবা তুমি; এইভাবে খারাপ থাকবা, ভালো লাগবে।

Comments

    Please login to post comment. Login