পোস্টস

কবিতা

বেঁচেই গেলে তুমি (প্রিমিয়াম)

১৪ সেপ্টেম্বর ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

বেঁচেই গেলে তুমি!

লিংকন
১৪/৯/২০১৯

হয়তো বেঁচেই গেলে তুমি,
এক খোঁচাতেই সরিয়ে দিয়ে আমায়!

সত্যি বলতে কি!
থাকবে কেনো আমার সাথে?

আমার তো আবার
পার্ট টাইম ভালোবাসার দোকান,
নির্দিষ্ট কিছু সময়ে
ভালোবাসা বেচাকেনা করি আমি!
সে ভালোবাসায় নেই কোন মায়া মমতা নির্ভরতা!

আমি তো কৃত্রিমতায় পরিপূর্ণ এক রোবট,
হৃদয়ে আমার রক্ত নেই,
বুকে নেই ভালোবাসা,
আছে শুধু ইট কাঠ পাথরের কাঠিন্যতা।
অবশ্য তুমি তাই মনে করো এখন!

আচ্ছা তুমিই বলো,
সবাই কি আর লাবণ্যের অমিত হতে পারে,
কিংবা হতে পারে কি লায়লার মজনু!
কিংবা মেম সাহেবের শুভ'র মতো ?
কি জানি হয়তো হতে পারে!

আচ্ছা,, কিছু কিছু প্রেমিক তো
রূপার হিমুর মতোও হয়,
হয় বাউন্ডুলে ক্ষ্যাপা ছন্নছাড়া স্বভাবের !
আমিও না হয় অমিত, মজনু কিংবা শুভর মতো
না হয়ে এদের মতোই হলাম !
তাই বলে কি ছেড়ে যেতে হবে?
এই আমাকে!

না থাক, কোন কৈফিয়ত চাইবো না আর,
তোমার ভালো তুমিই ভালো বোঝ!

ভালো যে তুমিও বাসোনি তা অস্বীকার করি কি করে!
সময়ে অসময়ে কাছে থাকতে চেয়েছো,
চেয়েছো ভালোবাসায় পূর্ণ করে দিতে!
অথচ সময়ের সময়টুকুই দিতে পারিনি আমি !

এটি একটি প্রিমিয়াম পোস্ট।