পোস্টস

প্রবন্ধ

দু-দু'বারের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী! প্রত্যক্ষ স্বাধীনতা সংগ্রামী! (প্রিমিয়াম)

১৪ সেপ্টেম্বর ২০২৪

Madhab Debnath

যাবার সময় রেখে যান: ছেঁড়া মাদুর, পুরানো চাদর, থালা-বাটি, বালতি আর ফাটা মগ!
উনিশ শত সাতানব্বোই খ্রিস্টাব্দে এই মহান মানুষটিকে ভারতরত্ন পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়।
আঠারো শত আটানব্বই খ্রিস্টাব্দের চৌঠা জুলাই অবিভক্ত ভারতের পাঞ্জাব প্রদেশে (বর্তমান পাকিস্তানে) তাঁর জন্ম এবং উনিশ শত আটানব্বোই খ্রিস্টাব্দের পনেরোই জানুয়ারি নিরানব্বোই বছর বয়সে তাঁর মৃত্যু হয়।
মহান এই মানুষটির নাম: গুলজারিলাল নন্দ!
গুলজারিলাল ছিলেন ভারতের প্রখ্যাত রাজনীতিবিদ ও দুইবারের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী।
এমন নির্লোভ নেতা পাওয়া খুবই দুর্লভ! সৃষ্টিকর্তা তাঁকে সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করুন।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।