Posts

কবিতা

গান ০০১৩: প্রেমে মোর দাওনা ধরা

September 14, 2024

তারিক হোসেন

51
View

প্রেমে মোর দাওনা ধরা, প্রেমে মোর দাওনা ধরা।২
কেমনে কাটি আমি দিবস ও রজনী সুখের পাখি ছাড়া।২ঐ

বসন্ত আসে বসন্ত যায়, কুঞ্জবন আজ প্রেমহারা,
তোমারও পানে চেয়ে চেয়ে, আমি আজ সুখ হারা।২
তোমারও নয়নে নয়ন পড়িলে হৃদয় আমার হয় যে দিশেহারা।
তুমি আপন হাতে গোপন প্রণয় নাচাও মোরে ছন্নছাড়া। ২ঐ

আমারও সহেনা এতো যে যাতনা।২
এত যে ব্যথা মন যে মানে না।
কোথায় রাখিবো আমি বুকের ও যন্ত্রণা,
তোমারে ছাড়া কিছু যে আমার ভালো লাগেনা। ২ঐ

আমি তোমার সনে মিলিয়া বাদিতে চাহি নতুন সুরের ধারা,
তোমার পরশে আমার পরশে মিলিয়া মিশিয়া বহিবে সুখের ধারা।২
নতুন প্রেমে বিমোহিত হয়ে ফুলে ফুলে ধরনী হবে মাতোয়ারা,
হারিয়ে যাওয়া মনটা আমার কুড়িয়ে তুমি করো আত্মহারা।২ঐ

Comments

    Please login to post comment. Login