Posts

চিন্তা

পৃথিবীতে আবেগ নেই এমন কোন মানুষই হয় না। (Premium)

September 14, 2024

Madhab Debnath

0
sold
১. Self Awareness

নিজ চরিত্রের সক্ষোমতা ও দুর্বলতাগুলো খুঁজে বের করা। এটি জানলে সবকিছু সহজ করে করা যায়।

২. Self-Management & Control-

পরিস্থিতি বিশ্লেষণ করতে শেখা এবং সেই অনুযায়ী নিজেকে নিয়ন্ত্রণ করতে পারাআ।

৩. Practice & Inspiration-

আবেগের লাগাম টেনে ধরতে হলে তার চর্চা করা আবশ্যক। নিজেকে সব সময় অনুপ্রাণিত করা যে, আমি অন্যদের থেকে সম্পূর্ণ আলাদাআ। আমি সৃষ্টিকর্তার এক অনন্য সৃষ্টি।

৪. Social Awareness-

সমাজের অন্য মানুষ কী আচরণ করে, অন্যদের সাথে আমার পার্থক্য কী তা অনুধাবন করা।

৫. Social Management & Control-

নিজের আবেগ ও অনুভূতি দিয়ে অন্যদেরকে নিয়ন্ত্রণ করতে পারার দক্ষতা তৈরী করা। লিডারশিপ এর একটি গুরুত্বপূর্ণ অংশ।

৬. Learning & Experience-

প্রতিটি মুহূর্তে শিক্ষা ও অভিজ্ঞতা দিয়ে নিজেকে তৈরী করা। শিক্ষার কোনো বিকল্প নেই।
বিপদের সময় কেউ পাশে থাকে না। তাই, একাকী পথ চলার জন্য নিজের কন্ট্রোল নিজেকেই তৈরী করতে হবে।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login