সুখ দুখের হিসেব নিকেশে শরীর যখন ক্লান্ত, প্রহর মতে মধ্যরাত, দায়িত্ব ঠাশা মাথা স্পর্শকরে মমতাহীন বালিশ, ঠিক তখন বুকের ভেতর ঘাপটি মেরে থাকা তুমি কড়া নাড়ো আমারসারে তেরো গ্রামের মস্তিস্কে।
তোমার উপস্থিতিতে আমায় কেন্দ্র করে ওড়ে অজানা থেকে আসা একদল নীল ডানার প্রজাপতি ও গুটি কয়েক জোনাকি। দিগন্ত জয় করা হাওয়া মস্তিষ্কে প্রবেশ করে অসাড় করে দেয় সকল ইন্দ্রিয়। দূর করে দেয় সকল নেগেটিভেটি।