পোস্টস

কবিতা

রক্তচোষা (প্রিমিয়াম)

১৫ সেপ্টেম্বর ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

রক্তচোষা
""""""""""""""""""
মনের মাধুরীতে
খেয়েছিস তুই,
আমার যত রক্ত,
কানের কাছে
প্যানপ্যান করে
বিরক্ত করেছিস ততো।
মশারীর ভিতরে
আবদ্ধ ছিলাম আমি
তারপরও ঢুকেছিস তুই,
মাঝ রাতে তাই
ঘুম ভেঙে গেল
আর কেমন করে শুই।
মারিবো তোকে
রক্ত ঝরাবো
খেয়েছিস যত মোর,
তাইতো এখন আলো
জ্বালিয়ে নিব তোর খবর।
মোর সমাজেও
তোর মত কিছু,
রক্তচোষা আছে,
সাধারন মানুষের
রক্তচুষে ফুলেফেপে
তারা উঠে।
জীবনের লাগি তোরা সব
আজ মোদের রক্ত খাস্।
মোদের মাঝে রক্তচোষা
সমাজের করে সর্বনাশ।
তোদের মত তাদের যদি
মারিতে পারিতাম হায়,
দেশটা আজ কত
সুন্দর হতো,
কল্পনা করা কি যায়!
""""""""""""""""" লিংকন।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।