পোস্টস

কবিতা

গর্জে উঠো (প্রিমিয়াম)

১৫ সেপ্টেম্বর ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

গর্জে উঠো রোহিঙ্গা
"""""""""""""""""""""""""""""""""""""
লিংকন

আর কতো মার খাবি,
রক্ত ঝরাবি কতো?
কতো মা বোন আজ
ইজ্জ্বত হারাবে,
থাকবি চুপ করে কতো?
কতো শিশু হারাবে পিতা,
হারাবে কতো মা?
কতো সন্তান এতিম হবে,
কাঁদবে মানবতা ড়?

কতো ঘর বাড়ি পুড়বে ওরা
নিঃস্ব করবে মানুষ,
কতো লাশ আর দেখলে তোদের
ফিরবে বলো হুশ?
কতো মানুষ আজ,
রিফিউজি হবে মাতৃভুমি ছেড়ে,
কতো মানুষ আজ লাঞ্চিত হবে
নিজের দেশে থেকে?

৪৭ থেকে ৭১'এ মোরা
ছিলাম পরাধীন,
পাকিরা মোদের ভাবতো না মানুষ
আমরা ছিলাম তাদের অধীন।
কতো অত্যাচার কতো যে অন্যায়
করেছিল মোদের সাথে,
লক্ষ লক্ষ মানুষ মেরেছে
বলতে কান্না আসে।
কতো মা বোনে নির্যাতিত
পাক সেনাদের দ্বারা,
কতো মানুষ যে ঘরবাড়ি হারিয়ে
হয়েছে আশ্রয়হীনা।

দেয়ালে পিঠ ঠেকেছে যখন
মুজিব নেতার ডাকে,
বীর বাঙ্গালি অস্ত্র হাতে
যুদ্ধ করে গেছে।
রক্ত সাগর বইয়ে দিয়ে,
অনেক ত্যাগের ফলে
মোরা পেয়েছি স্বাধীনতা,
স্বাধীন বাংলাদেশে।

তোমরা যতো রোহিঙ্গা আছো
দেখো না একটু ভেবে,
৭১ এ পেরেছি মোরা,
১৭ তে তোমরাও পাবে।
শোককে এবার শক্তি ভেবে
মুষ্টিবদ্ধ করে,
স্বাধীনতার জন্যে যুদ্ধ করো
ঐ জালিম সরকারের সাথে।

নিজ অধিকার ফিরে পেতে আজ
বিশ্ব বিবেকের দ্বারে,
ঘুরবে কতো ঘুরবে আর
অসহায়ের বেশ ধরে?

বীরের বেশে জেগে উঠো
আজ হারাবার কিছু নেই,
স্বাধীনদেশ পেতে হলে ভাই
যুদ্ধ করা চাই।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।