আকাশটা আজ বড়ই মেঘলা,
মাঝেমধ্যেই মেঘ থেকে ঝরে পড়ছে
ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টি দানা,
ঘন কুয়াশার মতো করে।
প্রকৃতিও বেশ নীরব নিস্তব্ধ।
পাখিরাও হয়তো আকাশের
গোমড়া মুখ দেখে
বাসা ছেড়ে বেরুতে চায় না,তাই
সকাল থেকেই তাদের আনাগোনা কম।
বৈদ্যুতিকতারে কাকদের সোরগোল।
কুকুরের এখন সময় চলছে,
তাই বৃষ্টিতেও দেখি মাদী কুকুরের পিছে
জনাকয়েক পুরুষ কুকুরের ভীর,
কদাচিৎ মিলনের প্রত্যাশায়
যুদ্ধ বেঁধে যায় পুরুষে পুরুষে,,,
ঘেঁউ ঘেঁউ চিৎকারে পথিকের মনে ভয়!
আকাশ মেঘলা থেকে আরও মেঘলা,
দক্ষিণ কোণে মেঘ কালো হয়ে আসে,
বাতাসে বাতাসে ঠোকাঠুকি,
গাছেদের নৃত্য,
দু'একটা পাখির বাসায় ফেরার তাড়া,
এই আবার বৃষ্টি এলো বলে!