নীল আকাশের নীলচে দেশে
মেঘের ভেলা সাজিয়ে ছুটে চলি
আমি মেঘ থেকে মেঘের পরে।
কখনও রাজকুমার হয়ে খুঁজে ফিরি
স্বর্গীয় মেঘ কন্যার খোঁজে!
কখনও বা রাখালের বেশে
মেঘসাগরে বাঁজাই মেঘের বাঁশী।
কখনও বা শরতের সাদাকালো মেঘ
দিয়ে বানাই কল্পনার রাজপ্রাসাদ!
সূর্যালোকের সাত রং নিয়ে
রাঙাই আমার স্বপ্নের বাসর!
আমি আকাশের নীলে নীলাম্বরী,
আকাশ বিলীন আমাতে,
আর আমি বিলীন আমার প্রিয়াতে,,,