Posts

কবিতা

গান ০০১৫: আজি এ ঝড়ো ঝড়ো বাদল দিনে

September 17, 2024

তারিক হোসেন

আজি এ ঝড়ো ঝড়ো  বাদল দিনে 
থাকা হলো না, থাকা হলো না, সখি তোমার সনে।২

গাঁথা হলো না, গাঁথা হলো না মালা গভীর প্রণয়নে,
বিরহ বাঁশি বাজে মম কাননে কাননে।২
পুড়িছে মম মন বিরহ আগুনে,
আবার হবে তো দেখা কোন ফাগুনে। ২ঐ

আমি বারে বারে তোমার সনে মনের কথা বলি,
সয়নে স্বপনে তোমার সনে প্রনয়ের খেলা খেলি।২
তোমারে ভাবিয়া, তোমারে চাহিয়া মনে আসে কত হলি,
তোমার চরণে দিয়েছি আমি আমার প্রেমের অঞ্জলি।২ঐ

তোমার হাসিতে উঠেছে ফুটে, আমার প্রেমের ফুল গুলি,
তোমার পরশে পেয়েছি আমি, আমার অজানা সুখ গুলি।২
আজ তোমার বিরহে আমার মনে উঠলো জেগে করুন প্রেমের সুর গুলি।
করুন প্রেমের সুর গুলি, করুন প্রেমের সুর গুলি।২ঐ

Comments

    Please login to post comment. Login