Posts

কবিতা

গান ০০১৬: আমি পূর্ণ হয়েছি তোমার পরশ পেয়ে।

September 17, 2024

তারিক হোসেন

45
View

আমি আকূল হয়েছি, ব্যাকুল হয়েছি, পূর্ণ হয়েছি তোমার পরশ পেয়ে।২

তুমি নদীর মতো বয়ে যাও আমার পরান ছেয়ে।২
আমি দিবস রজনী কাটিয়ে দেই তোমার কথা ভেবে,
কতো স্বপ্ন দেখি কতো গান লিখি শুধু তোমাকে নিয়ে।২ঐ

তুমি সুরের মতো বয়ে যাও আমার কল্পনাতে। ২
আমার সকল আশার ভেলা আমি ভাসিয়ে দিলাম তাতে।
আমার সকল চাওয়া পাওয়া হবে তোমায় শুধু পেলে।২ঐ

তুমি সাগরের ঢেউয়ের মতো আছড়ে পড়ো আমার আঙ্গিনায়।২
আমার সকল স্বপ্ন গুলি জীবন খুঁজে পায়।
আমার মনের সুপ্ত বাসনা মুক্ত হয়ে যায়।২ঐ

তুমি আলোর মতো ছড়িয়ে পড়ো আমার জীবনের পরে। ২
আমার সকল কাজের মাঝে তোমার ছায়া পড়ে।
আমার স্বপ্ন বসত করে তোমার মায়ার ঘরে।২ ঐ

Comments

    Please login to post comment. Login