তোমার পরানে পরান মিশিয়া, আমার পরান হাসে।
ভালোবেসে সখী লিখেছি নাম, তোমার নামের সাথে।২
তুমি যে সুন্দর ও, তোমার সুন্দর মেখে,
আমার আকাশে পূর্ণিমার চাঁদ হাসে।২ঐ
তোমার নয়নে নয়ন মিলিয়া আমার নয়ন দেখে,
নয়নের আলোয় নয়ন ভরিয়া নয়নে শোভা ভাষে। ২
কত না মনোরম সুন্দর ধরণী কত মনোহর দৃশ্য,
কত সুন্দর নদ-নদী, ফুল-পাখি কত বিচিত্র কিছু। ২ঐ
তোমার চরণে চরণ মিলিয়া আমার চরণ হাটে,
ভালোবেসে দুজনে চলেছি অজানা কত বাটে। ২
কত পর্বত, বন্ধুর পথ, কত অজানা হাটে,
কত যে বিনিদ্র রজনী কেটেছে, কত যে খোলা মাঠে। ২ঐ
তোমার জীবনে জীবন মিশিয়া আমি সুখে ভাসি,
শত বেদনায় দেখিতে চাহি তোমার মুখের হাসি। ২
তুমি আমার স্বপ্ন সাধনা তুমি সুখের হাসি,
তোমারে আমি আমারও চেয়ে অনেক ভালোবাসি। ২ঐ