ক্যানভাস
""""""""""""""""""""
তুমি হচ্ছো আমার
অস্তিত্বের ক্যানভাস।
যেথায় ভালবাসার
সুখগুলো আঁকি আমি,
লাল সবুজের তুলিতে।
আমার কল্পনার রঙীন
বীজগুলো তোমাতেই অঙ্কুরিত,
মেলে দেয় তৃপ্তির শাখা প্রশাখা।
তুমিই আমার স্বপ্নের ক্যানভাস,
যেথায় আমি কবিতা লিখি
লিখি আমার গল্প উপন্যাস।
জীবনের জাল বুনি আমি।
তোমার ক্যানভাসেই উড়ি
আমি নীল দিগন্তে।
সাঁতার কাটি অশান্ত সাগরে,
পাড়ি দেই পাহাড় পর্বত,
হাজার হাজার মাইল পথ।
তুমি আমার আত্মার ক্যানভাস।
যেথায় আমি শান্তির সাদা
ঘুড়ি উড়াই আপন মনে।
ক্লান্তিহীনভাবে ছুটে বেড়াই
নীল হলুদ ফড়িং এর পিছে।
তুমিই আমার হৃদয়ের ক্যানভাস,
তাইতো আমি খুঁজে পাই
আমারি জীবনের মানে।
"""""""""""""""""""""" লিংকন।
This is a premium post.