Posts

নন ফিকশন

নতুন দুটো গান

September 19, 2024

ঈয়ন

177
View

এক.
খেতে চাইবো না ভাত
বলবো না পানি, পানি
শুধু মেয়েটার মুখখানি
প্রেয়সীর ছলছল চাহনি  
একবার দেখতে দিও;
হত্যানন্দে না হয় তুমি
চোখদুটো উপড়ে নিও
বলতে হবে না আমায়
নাটক কম করো পিও
শেষবার দেখতে দিও।


জানতে চাইবো না মানুষ
পিটিয়ে মেরে ফেলে;
কতটুকু মেটে ক্ষোভ
আর কোন সুখটা মেলে?


খেতে চাইবো না ভাত
বলবো না পানি, পানি
শুধু মেয়েটার মুখখানি
প্রেয়সীর ছলছল চাহনি  
একবার দেখতে দিও;
হত্যানন্দে না হয় তুমি
চোখদুটো উপড়ে নিও
বলতে হবে না আমায়
নাটক কম করো পিও
শেষবার দেখতে দিও।

দুই.
মানুষের ক্ষোভ, মানুষের সন্দেহ
পিটিয়ে নিথর করে মানুষের দেহ
ভয় আর লোভে তবু প্রতিবাদহীন
মানুষ গুনছে নিজের মৃত্যুর দিন

বুকের মাঝে রাখলে পুষে
প্রতিশোধের আগুন
তুমিও পুড়ে পিশাচ হবে
দানবের চেয়ে দ্বিগুন

বাঁচবে কী কেউ মনপ্রাণ সব খুলে
হিংসা-বিদ্বেষ, হিংস্রতা-মারামারি
ভুলতে গাইবে জীবনের গান দুলে
হুজুগে যখন যে কেউ হত্যাকারী

বুকের মাঝে রাখলে পুষে
প্রতিশোধের আগুন
তুমিও পুড়ে পিশাচ হবে
দানবের চেয়ে দ্বিগুন

Comments

    Please login to post comment. Login