বৃষ্টি
লিংকন
১৫/০৯/২০২৪
ক্লান্ত শরীর!
ক্লান্ত মন!
ক্লান্ত সারাবেলা!
ক্লান্ত আমার স্বপ্নগুলো
স্বপ্ন স্বপ্ন খেলা!
ক্লান্ত আকাশ!
ক্লান্ত বাতাস!
ক্লান্ত আমার নদী!
ক্লান্ত আমার জীবনের রং
ধুসর মরুভূমি!
আসবে বৃষ্টি!
কাটবে দিন!
সবুজ প্রকৃতি!
জীবন খুঁজে পাবে আবার
জীবনের অনুভূতি!
কষ্ট আসে সুখ নিয়ে
দুঃখ যেনো তাই!
আল্লাহ তুমি রহম করো
তোমার রহমত চাই!
This is a premium post.