পোস্টস

কবিতা

পথের দিশা (প্রিমিয়াম)

২০ সেপ্টেম্বর ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

পথের দিশা মোদের জানি,
কোরআন আল্লাহর বাণী!
অন্ধকার থেকে আলোর পথ
দেখায় দিবানিশি!

কোরআন থেকে শিক্ষা নিয়ে
চলতে যদি পারি
ইহকাল পরকাল মোদের
সুখের হবে মানি !

আল্লাহ মোদের সৃষ্টি করে,
দিয়েছেন কোরআনখানা,
সেই অনুযায়ী চলতে হবে
অন্য পথ মানা!

মুসলিম মোরা কোরআন ভুলে,
হারিয়ে ফেলেছি পথ,
শয়তানেরই পথ ধরে আজ
করছি দিনাতিপাত!

শয়তান মোদের আলো থেকে,
নিচ্ছে অন্ধকারে,
ভাবছি মোরা অন্ধকার নয়
যাচ্ছি আলোর পথে!

সভ্যতার মুখোশ পরে,
কোরআন হাদিস ভুলে গিয়ে,
চলেছি কোথায় আজ!
তাই তো যতো আযাব গজব
পড়ছে মাথায় বাঁজ!

আর কতকাল ঘুমাবো মোরা
দিবো জেগে ঘুম?
মুসলিম মোরা যাচ্ছি ভুলে,
করছি কিসের ধুম!

কোরআন হাদিস বুকে ধরে
চলো না ভাই আলোর পথে!
পৃথিবীটাকে করি আজ
সূখের একটা আবাস!

এটি একটি প্রিমিয়াম পোস্ট।