তোমার মুখের হাসি ক্ষীণ হয়ে আসলে
আমার শহর গুমোট হয়ে থাকে।
বুকের উঠোনে গুড়গুড় করে
আবহাওয়ার পূর্বাভাস।
বাউল বাতাস বেহিসেবী বাহাসে ব্যস্ত হয়ে ওঠে।
তোমার অভিমান ভাঙাতে
এক পশলা বৃষ্টি আর রুপেলিয়া ফুল নিয়ে
শাহবাগ থেকে ফিরছি।
আমার এ মনোগ্যমাস মনে
তোমাকে ভালোবাসা ছাড়া
আর দ্বিতীয় কোন অপশন নেই।
প্লিজ, চাঁদ ভাসা আলোর মতো আমাকেও
তুমি ভালোবেসো একটা জীবন।