পোস্টস

কবিতা

প্রেয়সী (প্রিমিয়াম)

২০ সেপ্টেম্বর ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

প্রেয়সী
""""""""""""""'"
বড় বেশি সুন্দর লাগছিল তোমায়,
যেন চাঁদের সবটুকু সৌন্দর্যে
আলোকিত তুমি,
তারার হাট বসেছে দু'চোখে তোমার,
ঘনকালো মেঘ আরো ঘন হয়ে
ধরা দিয়েছে তোমার রেশমী চুলে,
জংলিফুলের বিছায় জড়ানো কোমরে
সাগরের ঢেউ যেন আঁছড়ে পরে।
আলতা রাঙা নরম পায়ে তোমার
শিউলী ফুলের নুপুর যেন বাঁজে।
লাবন্যতার সবটুকু নিয়ে যেন
পরীর বেশে এসেছো আজ।
নিজের প্রতি নিজেই ইর্ষান্বিত,
তুমি আমার বলে।
খুব স্পর্শ পেতে ইচ্ছে করে তোমার,
ইচ্ছে করে জড়িয়ে ধরে ভালবাসতে,
আদর আদরে ভড়িয়ে দিতে
ইচ্ছে করে তোমার মুখখানি।
প্রেয়সী আমার দুরে কেন নত মুখে,
কাছে এসো আজ সমস্ত লজ্জা ভুলে
মিশে যাই মোরা আজ ভালোবাসা বাসিতে।
""""""""""""""""""""""""""" লিংকন।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।