Posts

কবিতা

অনুভবে (Premium)

September 21, 2024

linkon abrar

Original Author মোঃ জিয়াউর রহমান লিংকন

Translated by মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুভবে
"""'"""""""""""''"""
অনেকদিন হয়ে গেল তাই না?
কথা হয় না দেখা হয় না।
কত রাত কেটেছিল মোদের,
কতদিন চলে গেছে,
কত সময় যে বয়ে গেছে।
নীরবে নিভৃতিতে কথা বলে,
গল্পের ছলে কল্পনার রাজ্যে
কত যে দুলেছি মোরা
এখানে সেখানে,
নদী পাহাড় মেঘের কোলে।
মনে আছে তোমার,
নীল চাঁদ দেখাবো বলে তোমায়,
নির্ঘুম রাত কাটিয়েছি আমি,
আকাশ পানে চেয়ে।
গোধুলীবেলার রক্তিম আকাশ
তোমায় দেখাবো বলে
ছুটে গিয়েছি দিগন্তপারে।
প্রভাতের প্রথম সূর্যোদয় দেখাবো বলে
সারারাত কাটিয়েছি আমি,
অনিদ্রাদেবীকে সঙ্গে নিয়ে।
অথচ দেখ প্রকৃতির অমোঘ নিয়মে,
কথা হয় না দেখা হয় না
তোমার সাথে আর।
বিশেষ বিশেষ দিনে
দু'একটি কথা বলা ছাড়া।
জানো সেদিনের সেই সুখের
সবটুকু এখনও অনুভব করি।
এখনও শিহরিত হই তোমায় ভেবে,
পুর্ণিমার রাতে কিংবা
শেষ বিকেলের আবছা আলোয়,
নির্জনে একাকীত্বে।
ভালোবাসি বলে ভালোবাসি যে।
""""""""""""""""""""""""" লিংকন।।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login