জাগ্রত হও
""""""""""""""""""""
লিংকন
মসজিদ পুড়েছে মন্দির পুড়েছে
মেরেছে মানুষ ওরা
কোন ধর্মে আছে ভাই
করো মানুষে হত্যা ?
কোরআনে বলো, গীতায় বলো,
বাইবেল বলো, বুদ্ধে বলো
কোথাও নেইতো তা,
তবুও কেন নির্বিচারে
চলেছে মানুষ হত্যা?
ধর্মের কথা ভুলে গিয়ে,
মানুষগুলো অমানুষ হয়ে
স্বার্থের প্যাঁচে পড়ে,
কূটনীতি ব্যবসা আর
রক্ত নেশায় মজে।
দেশে দেশে তারা দেখি
মানুষ হত্যায় মাতে।
যুগে যুগে দানবগুলো,
রক্ত খেলায় মাতে,
ভীরু দুর্বল মানুষরা সব
তামাশা শুধু দেখে।
প্রতিবাদ নেইতো তাদের,
সবই গা সওয়া,
এরা মানুষতো নয়,
কীটের জাত দেখি যেনো তা।
সময় আছে এখনও মোদের
মানবতা ধারন করো,
নইলে মোরাও ওদের সাথে,
ধ্বংস হয়ে যাবো।
This is a premium post.