Posts

পোস্ট

Adhaar

May 7, 2024

ফারহানা রিতু

Original Author Neamul Hoque Abeg

244
View
সেদিন বৃষ্টি হয়ে ভিজিয়ে দিয়েছিল সব।
ভিজে গিয়েছিল মন, হৃদয়...
ভিজে গিয়েছিল চোখ।
হয়ে ছিলাম যেন নিস্তব্ধ এক অবয়ব।

একফালি রোদের আশায় দাঁড়িয়ে ছিলাম আমি।

তুমি সেই রোদ হয়ে দেখা দিবে না জানি।

আমি অবাক চোখে তাকিয়ে রয়েছি সেথায়।

যেথায় আলো আসে বাধা পেরিয়ে, নিস্তব্ধ হৃদয় ডিঙিয়ে, মুছে দিতে সব আঁধার।

যেথায় নেই কোনো রেশ, ভুলে যায় শেষ হয়ে যাওয়া সে আষাঢ়..

চলো নতুন করে আবার শুরু করি....

রংপেন্সিল আর রংতুলিতে নতুন সূর্য আঁকি।

গ্রীষ্ম এনে বর্ষার সেই গভীর তেজটা কাটি। 

Comments

    Please login to post comment. Login