প্রিয়ার কালো চোখ
আমায় টানে না আর,
তার রাখালের বাঁশির মতো নাক,
আমায় মুগ্ধ করে না আর।
তার গোলাপরাঙা ঠোঁট কিংবা
লাবন্যতায় ভরা চিবুক,
শিহরিত করে না আর।
আমায় উদাস করে না তার
হাওয়ায় উড়ানো রেশমি চুল।
সুধা জড়ানো কন্ঠ তার,
কানে বাঁজে না মধুর সুর হয়ে।
তার পায়ের নূপুরধ্বনিতে আর
নেচে উঠে না মন আমার।
তার কাঁচের চুড়ির ঝনঝন শব্দে
সম্বিৎ ফিরে না আমার
ভাবের দেশ থেকে।
তবে আমি কি হারিয়ে ফেলছি
আমার আমিত্বকে কিংবা
ভালোবাসায় আচ্ছন্ন সেই সত্ত্বাকে,
যে প্রেমের নেশায় বুদ ছিলো।
থাকবো কেমন করে আজ,
আমার মাঝে আমি।
চারদিকে শুনি শুধু আত্মচিৎকার,
শুনি জীবন্তদগ্ধ মানুষের
গোঙানোর করুন শব্দ।
ধর্ষিত বোনের আহাজারি,
এতিম শিশুর নিষ্পলক চাহনি,
ক্ষুধিত মানুষের শুকনো চোখে
করুন আবেদন খাদ্যের লাগি।