সবুজ গাঁয়ের কন্যা
"""""""""""""""""""""""""""""""
সবুজ গাঁয়ের কন্যা তুমি
শ্যামল গায়ের রঙ,
লজ্জা পেয়ে চাঁদ যে লুকায়
দেয় মেঘের আবরন।
গগনের পানে চেয়ে দেখ তুমি
রংধনু উঠেছে আজ,
তারি রঙে সাজাবে বলে,
পরীরা পড়েছে তাজ।
তোমার রুপে মুগ্ধ হয়ে,
ফুটেছে হরেক ফুল,
কামিনী গোলাপ রজনীগন্ধা
সুবাস ছড়ায় বকুল।
তোমার কন্ঠে পাখিরা গায়,
ভালোবাসার গান,
রিমঝিমিয়ে বৃষ্টি নামে,
সিক্ত করে শুষ্ক যত প্রান।
তোমায় দেখে সাগরের বুক
আজ পুলকিত হয়ে উঠে,
তাইতো বিক্ষুব্ধ ঢেউ তুলে
সে সাপিনীর নৃত্য তোলে।
শ্যামল গাঁয়ের কন্যা তুমি
এতোই তোমার রুপ,
তোমারি বিরহে শুন্য খাঁচা,
শুন্য আমার বুক।।
প্রকৃতির মত সুন্দর তুমি
প্রকৃতির মাঝে থাকো,
এত সুন্দর কেন তুমি
বলতে আমায় পার?
"""""""''"""'''''''''লিংকন।।
এটি একটি প্রিমিয়াম পোস্ট।