পোস্টস

কবিতা

মুসলমানে! (প্রিমিয়াম)

২৩ সেপ্টেম্বর ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

মুসলমানে
""""""""""""""""""
লিংকন

আফসোস, হায়রে মুসলমান,
কোরআন হাদিস ছেড়ে তোমরা
ধরলে সময়স্রোতের গান।

কোরআন হাদিসে আছে রে ভাই
মুসলিম জাতি এক,
সীমান্ত আর কাঁটাতারে
করলে সেথা ভাগ।

একজনে কষ্ট পেলে
পাবে অন্যজনে,
একদেহে একপ্রাণ
থাকে যেমনে।
তোমরা আজ বিভক্ত কেন
নানা পথ, নানা মতবাদে?

এখন তোমরা ফেতনা বাঁধাও
ধর্মের কথা বলে,
এখন তোমরা বিভক্ত যেন,
স্বার্থের জালে পড়ে।

নিয়ত বাঁধতে হাত তোলে কোথায়
বাঁধে কোনখানে,
নাভীর উপর না নাভীর নীচপানে।
কেউবা আবার ফেতনা বাঁধাও,
মাজহাবের কথা বলে,
আমাদের এটা করে,
করেনা অন্যজনে।
এভাবেও ভাগ হয়েছে মুসলমান
আজ ভাবতে কান্না আসে।

কেউবা আবার মহাজ্ঞানী
কোরআন হাদিস জানে,
ফেতনা বাঁধাতেও তারা এখন,
তক্কেতক্কে থাকে।

ঈমাম নিয়োগ নিয়েও দেখি,
মসজিদ ঘরে,
তর্কাতর্কি হাতাহাতি
সবই যেন চলে।

আল্লাহর ঘরে যায় না বলা,
উচ্চস্বরে কথা,
তবুও মোরা বিভক্ত হয়ে
চিল্লাহল্লা করি যেনো সেথা ।

মুসলমানের নেইতো গুন
কিছুই মোদের মাঝে,
সবাই দেখি নিজেকে ভাই
মুসলমান দাবি করে।

মুসলমানের নেইতো শাখা
নেইতো অন্যদল,
তবুও আজ ভাগ করেছি
হারিয়েছি মনোবল।

হীনতা আর নীচতায়
তোমরা বিজয়ী হবে।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।