ওরে শুয়োরের দল
"""""""""""""""""""""""""""""""""
লিংকন
ওরা তো শুয়োরের দল,
জারজের জারজ,
নর্দমার কীটের চেয়ে অধম,
ইতর জঘন্যতম প্রানী,
তোরা মানুষের মুখোশে
মাংসলোভী শয়তান।
আশ্রয়ের খোঁজে ওপার থেকে
এসেছে মা-বোনে,
স্বামী হারিয়ে সন্তান হারিয়ে
হারিয়ে বাবা মাকে,
নির্যাতিত ওরা মজলুম ওরা
ঝর বয়ে গেছে মনে,
জীবন ইজ্জ্বত বাঁচার তাগিদে
এসেছে মোদের দেশে।
এদেশের কিছু কুলাঙ্গার দেখি,
শুয়োর জানোয়ারের বেশে,
তাদের উপর পাশবিক নির্যাতনে
উল্লাসে মেতেছে।
ওরে শুয়োর ওরে বর্বর
একটু ভেবে দেখ,
তাদের জায়গার তোদের
মা বোনকে রেখে,
একটুখানি ভাব্।
দেখবি তখন বুঝবি তখন
যন্ত্রনা কাকে বলে,
মানুষ যদি হতে চাস
এসব ছেড়ে দে।
নইলে তোরা পার পাবিনা
পড়বি গজবে।
২৩/০৯/২০১৭