ঝরঝরিয়ে বৃষ্টি নামে,
ভাদ্র মাসে দেখো!
আগের দিনে বলতাম সাতাও,
তোমরা কি তা জানো!
সকাল সকাল স্কুলে চলো,
পড়ালেখা শিখি!
বড় হয়ে মানুষ হবো,
হবো দেশের কান্ডারী।
বড়দের সম্মান দিবো,
ছোটদের স্নেহ!
নৈতিকতা ধারণ করে
মানুষ মোরা হবো!
সত্যের বাণী আঁকড়ে ধরে
চলবো সরল পথে!
মিথ্যার পথে চললে জানি
জীবন ধ্বংস হবে।
ক খ গ ঘ ঙ
ব্যাঙ ডাকে ঘ্যাংগর ঘ্যাং
বিড়াল ডাকে মিঞ!
This is a premium post.