পোস্টস

কবিতা

কিছু ছড়া (প্রিমিয়াম)

২৩ সেপ্টেম্বর ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

ঝরঝরিয়ে বৃষ্টি নামে,
ভাদ্র মাসে দেখো!
আগের দিনে বলতাম সাতাও,
তোমরা কি তা জানো!

সকাল সকাল স্কুলে চলো,
পড়ালেখা শিখি!
বড় হয়ে মানুষ হবো,
হবো দেশের কান্ডারী।

বড়দের সম্মান দিবো,
ছোটদের স্নেহ!
নৈতিকতা ধারণ করে
মানুষ মোরা হবো!

সত্যের বাণী আঁকড়ে ধরে
চলবো সরল পথে!
মিথ্যার পথে চললে জানি
জীবন ধ্বংস হবে।

ক খ গ ঘ ঙ
ব্যাঙ ডাকে ঘ্যাংগর ঘ্যাং
বিড়াল ডাকে মিঞ!

এটি একটি প্রিমিয়াম পোস্ট।