Posts

কবিতা

মুডি মানুষ আমি! (Premium)

September 24, 2024

linkon abrar

Original Author মোঃ জিয়াউর রহমান লিংকন

Translated by মোঃ জিয়াউর রহমান লিংকন

মুডি মানুষ আমি!

লিংকন
২৪/৯/২০১৯

আমি ভীষন অহংকারি!
ভীষন মুডি একটা মানুষ!
কথা বলি না,
সময়ে অসময়ে,
পড়ে থাকি না তোমার সাথে,
প্রশ্ন করলে,
উত্তর দেই না পর্যন্ত!

কেনো দিবো বলো!
ঐ যে আমি ভীষন,
ভাব ধরা একটা মানুষ!

আমার ভালো লাগে না,
কথা বলতে।
ভালো লাগে না,
রসিয়ে গল্প করতে!
ভালো লাগে না সময় দিতে!

সবাই কি এক রকম হয় বলো!
আমি না হয় অন্য রকম একটু!

সমাজের অপকর্ম আমায় ভাবায়,
অপরাজনীতি আমায় ভাবায়,
দেশের দুর্নীতি আমায় ভাবায়,
মা-বোনের অনিরাপদ জীবন আমায় ভাবায়,
অপচিকিৎসা, খাদ্যে ভেঁজাল এসব আমায় ভাবায়,
নবপ্রজন্মের অনৈতিক কর্মকান্ড আমায় ভাবায়,
ভাবায় তাদের অধঃপতন হয়ে যাওয়া,
ভাবায় তাদের ক্ষমতার সিরি হয়ে
জীবনের তলানিতে নেমে যাওয়া,
ভাবায় মেকী দেশপ্রেমের নগ্ন চাদরে আবৃত
অমানুষগুলোর দেশকে কুড়েকুড়ে খাওয়া,
ভাবায় খুন গুম ধর্ষণের মতো বীভৎস ঘটনাগুলো।

কিছুই করতে পারি না আমি,
জ্বলেপুড়ে মরি বারবার!
এ দগ্ধতার তীব্র জ্বালা আমায় কাঁদায়,
নীরব নিস্তব্ধ করে দেয় আমার মন,
চিৎকার করে বলতে ইচ্ছে করে
STOP !! STOP !! STOP !!
বন্ধ করো এসব!

পারি না এসব বন্ধ করতে,
তাই আমি আজ বড় বেশি
আত্মকেন্দ্রীক মুডি অহংকারি!

This is a premium post.

Comments

    Please login to post comment. Login