পোস্টস

কবিতা

তোমায় দেখেছি বলে! (প্রিমিয়াম)

২৪ সেপ্টেম্বর ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

তোমায় দেখেছি বলে
""""""""""""""""""""'""""""""""""""""
নীলগিরি দেখতে চেয়েছিলাম ,
সাদা বলাকার মতো মেঘগুচ্ছের নিচে
সবুজ প্রকৃতি খেলা করে
তার নিজস্ব রং দিয়ে।
মেঘের রাজ্যে নৃত্য করে,
স্বপ্নের নীল পরি।
আমি নীলগিরি দেখতে চেয়েছিলাম,
পারিনি, তোমায় দেখেছি বলে।
থমকে দিয়েছ আমায়।

আমি হিমালয়ের চুঁড়া ছুব বলে
হাত বাড়িয়েছিলাম,
বরফের শীতল বাতাস নিব বলে।
পারিনি, শুধু তোমায় দেখেছি বলে।

কৃ্ষ্ণচুড়ার গন্ধ নিতে চেয়েছিলাম,
তার রক্তিম লালআবিরে
চেয়েছিলাম রঞ্জীত হতে।
পারিনি, শুধু তোমায় দেখেছি বলে।

পপিফুলের গন্ধে মাতোয়ারা হতে চেয়েছিলাম,
মাতাল হতে পারিনি
শুধু তোমায় দেখেছি বলে।

এতরুপ এতগন্ধ তোমার
যেন প্রকৃতির সবটুকুই তুমি।
তোমার মাঝেই আমার
কারাবাস চাই।,,,,
,,,,,,,, লিংকন ।।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।