জানোয়ার
""""""""""""""""""""
ওরা তো পুরুষ নয়,
ওরা তো জানোয়ার,
মা বোনের ইজ্জত হরন
নিত্যদিনের কর্ম যার,
ওরা নিশ্চয়ই জানোয়ার।
ওদের হাত পশুর, পা পশুর,
ওদের চোখের দৃৃষ্টি লোভাতুর।
কামুকতায় পুর্ন মন,
নোংরা ঘরে জন্মেছে সে,
সেতো জারজ সন্তান।
এসব হায়েনাদের রুখতে কেন
ভয় পাও তুমি নারী?
লজ্জা শরম ঝেড়ে ফেলে,
প্রতিবাদের হস্ত ধরো তুলি।
সমাজে এসব জানোয়ার,
নয়তো বেশি আর,
প্রতিবাদের আগুন জ্বাললে পরে
গর্তে লুকাবে এসব জানোয়ার।
উঠো নারী উঠো গর্জে ওঠো এবার,
প্রতিবাদের কন্ঠে তোমার
ধুয়ে মুছে যাক আছে যত অনাচার।
তুমি একা নও তো নারী,
ভয় কর না আর,
তোমার সম্মান রাখতে এবার
উঠবে গন জোয়ার।
"""""""""""""""""""""" লিংকন।।
This is a premium post.