প্রতিহিংসায় রক্ত আমার টগবগিয়ে উঠে,
অগ্নিময় মস্তিষ্ক আমার যেনো,
ফুটন্ত আগ্নেয়গিরি,
বুকের সমস্ত রক্ত জ্বলন্ত লাভা হয়ে
ছুটে চলে আপাদমস্তক!
ইচ্ছে করে,
ইচ্ছে করে সব'কটাকে
লাইনে দাঁড় করিয়ে
একে-৪৭ দিয়ে ঝাঁঝরা করে দেই
তাদের নষ্ট বুক পাঁজর!
পাকি'রাতো লুণ্ঠন করেছে ব্যাংক বীমা,
আমার দেশের সম্পদ!
খুন গুম করেছে এদেশের জনগনকে,
অগ্নিসংযোগ করেছে এদেশের ঘরবাড়ী,
ধর্ষণ করেছে এদেশের মা বোনকে!
ওরা তো ছিলো ভিনদেশী,
মায়া মমতা ছিলো না ওদের বুকে,
তাইতো তারা পোড়ামাটি নীতি গ্রহন করেছিলো!
ওদের দরকার ছিলো রক্ত আর এদেশের সম্পদ।
কিন্তু এখন তো ওরা নেই,
স্বাধীনতার ৪৯' বছর পরেও
তবে কেনো আজ এতো লুটপাট,
ব্যাংক ডাকাতি,
বালিশ পর্দা চেয়ারের নামে দুর্নীতি,
এতো খুন,
এতো ধর্ষণ,
মুক্তিযুদ্ধের চেতনায়ই যদি মূলমন্ত্র হয়,
তবে কেনো? কেনো এতো অনাচার?
তবে কি এরাও নব্য রাজাকার!
পাকি প্রেতাত্মা কি ভর করেছে এদের উপর,
কবির ভাষায় আমিও বলতে চাই,
৭১' এর রাজাকারের মতো
এদেরও ফাঁসি চাই,
আমি ফাঁসি চাই,
এসব নব্য রাজাকারের!
আর যেনো ছাড় না পায় ওরা
কোন নেতার আশীর্বাদে,
রাজনৈতিক ছত্রছায়া যেনো ওদের
বেঁচে থাকার সেল্টার না হয়ে উঠে,,