একটা সরু খাজের ভিতর দিয়ে এগোচ্ছিল ওরা। দুপাশের পাথুরে দেয়ালে প্রচুর ছোটছোট ঝোঁপ আর ক্যাকটাস গজিয়েছে। দুএকটা বড় গাছও জন্মেছে মাঝে। ওগুলোর ডালপালা লম্বা হয়ে ছড়িয়ে ছোট্ট ক্যানিয়ন কিছু জায়গায় ঢেকে ফেলেছে। পাতার ফাঁক দিয়ে রোদ এসে ক্যানিয়নের গায়ে বিভিন্ন আকারের ছায়া ফেলছে। বাতাসে পাতা নড়লেই ছায়া আকার বদলাচ্ছে।