পোস্টস

গল্প

ঈদ নামা (প্রিমিয়াম)

৭ মে ২০২৪

সোয়েব আল হাসান

মূল লেখক সোয়েব আল হাসান

খুব ব্যস্ত সময় পার করছে রাশেদ। অফিসে দম ফেলবার ফুরসত নেই। সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন পার্টির সাথে, বায়ারদের সাথে, বসের সাথে পাঁচ-ছয়টা করে মিটিং, ওয়েব সেশন, ক্লায়েন্ট হ্যান্ডেল আর রেগুলার কাজতো আছেই। পাশাপাশি দিনের মধ্যে অন্তত দুইবার তার বউ রেশমির সাথে ঝগড়া হয় তার। এই যেমন গত পরশুদিন তার বাসার বিড়ালছানা লাফ দিয়ে একটা কফির মগ ভেঙে ফেলেছে। এই দোষটাও নাকি রাশেদের। রাশেদ কেন ড্রয়িং টেবিল এর উপর কফির মগ রেখে এসেছিল এটাই তার অন্যায়। লঘু অন্যায় না, ঘোরতর অন্যায়। অফিসের মিটিং বাদ দিয়ে তাকে বউ সামলাতে হয়েছে। ভবিষ্যতে মগ জায়গা মতো রাখার মুচলেকা দিয়ে তাকে ফোন রাখতে হয়েছে। আজকে সারাদিনে একবারও রেশমি তার সাথে ঝগড়া করল না ভেবে টেনশান হচ্ছে। শরীর খারাপ করলো নাতো বেচারীর। রাশেদ ফোন করে একবার খবর নিল। না, তেমন কিছুই হয়নি। রেশমি ঠিকঠাক আছে। তবুও আষাঢ়ের মেঘের মতো রাশেদের বুকের ভেতর গুড়গুড় করে শঙ্কার মেঘ ডাকতে লাগল।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।