Posts

কবিতা

গান ০০১৯: আলো এনেছো

September 25, 2024

তারিক হোসেন

50
View

তুমি আলো এনেছো, আলো এনেছো, 
আলো এনেছো আমার ঘরে।
ফুল ফুটিয়েছো আমার পদ্ম কাননে।২ 
আমি পেয়েছি পেয়েছি তোমাকে পেয়েছি অনেক আপন করে,
রেখেছি তোমারে সুখের ও নয়নে জনম ও জনম ধরে। ২ ঐ

তোমার স্বরে মম বীণা কোমল সুরে বাজে,
তোমার ছোঁয়াতে মম ঘরে স্বর্গ ছুটে আসে। ২
তোমার হাসিতে মম মনে শান্তি শান্তি লাগে,
তোমার নাম মম মুখে নিশি দিন জপে থাকে। ২ঐ

তোমার গন্ধ মেখে আমি সুখে থাকি 
তোমার স্বপ্ন দেখে আমি ছবি আঁকি। ২
তোমারও কথা ভাবি শয়নে স্বপনে, 
যেন আছি দুজনে সুখের ও লগনে। ২ ঐ

Comments

    Please login to post comment. Login