পোস্টস

ফিকশন

অপেক্ষা।

২৫ সেপ্টেম্বর ২০২৪

Shoaib ahmed

মূল লেখক সোয়াইব আহমেদ।

তুমি নামক দুঃস্বপ্ন দেখে যখন সজাগ হলাম মস্তিষ্ক তখন মুক্তির আমেজে প্রফুল্ল তবে মন যেন কেমন।


 

তোমার থেকে মুক্তির শোকর তো রয়েছে তবে তোমায় পাওয়ার স্বপ্ন মনের কোথায় যেন সুপ্ত।


 

মন ও মস্তিষ্কের দোটানায় শরীর যখন ক্লান্ত লক্ষ করলাম সিলিংয়ে পড়েছে জানালার কাচে ফিল্টার হওয়া স্ট্রিট ল্যাম্পের আলো। যাতে স্পষ্ট তোমার মূর্তি।


 

চুলগুলো যেন একটু বেশিই জীবন্ত। নাকে আসছে তোমার চিরোচেনা সেই চন্দন পোড়া ঘ্রাণ। মোহিত করা কণ্ঠে তুমি বললে ‘শোনো’।


 

মনোযোগ যখন মোহে রূপ নিলো তখন তোমার শরীর স্পর্শ করলো আমার শরীর। মিশে যেতে লাগলে তুমি আমার রক্ত মাংস কলিজা ফেপসায়। অধর ছোয়াল আমার গলা কড়া নারলে মস্তিষ্কে। কানে দিগন্ত থেকে আজান ভেসে এলো।


 

ব্যাঘাত ঘটলো মনোযোগে। আযান হতে লাগল স্পষ্ট আর তুমি অস্পষ্ট। কাটতে লাগলো মোহ, মস্তিষ্ক হল সক্রিয়, চোখের পাতা খোলার পরে ধীরে ধীরে ফিরে আসলো পরিচিত আবহ।


 

পিপাসায় গলা কাঠ। পানি ঢাললাম পোনে এক লিটার। তা পেরলো না তৃপ্তির চৌকাঠ। আবার অপেক্ষা কোন এক বিস্বুধবারের। নক্ষত্র যেদিন আসবে নির্দিষ্ট রেখাপথে । রাত হবে সংক্ষেপ। হবে চির মুলাকাত।