পোস্টস

কবিতা

তেমনি আছো (প্রিমিয়াম)

২৭ সেপ্টেম্বর ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

তেমনি আছো
""""""""""""""""""""""""
কতোদিন পর দেখা হলো তোমার সাথে,
শরতের শুভ্র কাশফুলের মতোই আছ তুমি,
কালো পুকুরের স্বচ্ছ জলের মতো
চোখদুটো তোমার আজো আমায় টানে।
মায়াবী হাসিতে তোমার কাচ ভাঙ্গা
চুরির শব্দ আজো ঝর্ণাধারার মতো
কলকলিয়ে যায় আমার হৃদয় গহীনে ।
সেই কবে দেখা হয়েছিল
ঘন কুয়াশার কোন এক সকালে,
সোনালী আলোয় ভড়ে ছিলে তুমি,
চোখ ফেরাতে পারিনি।
সেই তোমাতে আবার দেখা হলো,
তেমনি সুন্দর আছ তুমি।।
,,,,, ,,,,,,,,,,, লিংকন। ।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।