পোস্টস

কবিতা

চলে যাবো (প্রিমিয়াম)

২৭ সেপ্টেম্বর ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

চলে যাবো
"""""""""""""''''''''''''''
দেখতে দেখতে অনেক সময় পেরিয়ে গেল,
আগের মতো চলতে পারিনা দেখতে পারিনা।
সময়ের সাথেসাথে চশমাটা বেশ ভারি লাগে।
বুকের বামপাশের ব্যথাটা বেশ ভোগায় এখন।
ষড়ঝতুর সাথে পাল্লাদিয়ে দেহটা
আক্রান্ত হয় নানা রোগব্যাধিতে।
হয়তো আর বেশিদিন নেই,
মায়াবী পৃথিবীর সবাইকে ছেড়ে চলে যাব
ঘন নিকোশকালো ঐ মাটির ঘড়ে।
বড় বেশি ভয় হয় ,কি নিয়ে যাব সেথায়?
কতোটুকু করেছি আমল কিংবা কিছুই করিনি,
শেষ বিচারে জবাব দিব কি?
মাংস আমার গলে যাবে পঁচে যাবে,
কতো কীটের খাদ্য হবো আমি
তাতেও ভয় নেই কিন্তুু জবাব দিব কি?
কতোটুকু আমল করেছি আমি।
চিন্তায় চিন্তায় ঘুম আসে না আর
রাতে কিংবা দিনে।
মাথাটা ঝিম হয়ে থাকে,
হয়তো বয়স হয়েছে হয়তো চলে যেতে হবে।।
,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,, লিংকন। ।।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।