অস্তিত্বের মাঝে।
লিংকন
এখন আমার বলতে আর
কিছুই নেই,
সবকিছু যেন তোমাতে বিলীন।
তোমার হাসিতে আমার,
দুঃখে তোমার আমি।
তুমি ডানা মেলে দিলে,
আকাশে উড়ি আমি।
সুবাস পাই তখন,
বিকশিত যখন তুমি।
ঘুমাই যখন তুমি ঘুমাও,
জেগে উঠলে জাগি।
তোমার হৃৎস্পন্দন যখনি পাই,
নিঃস্বাস নেই আমি।
তোমার চলাই আমার চলা,
তোমার দেখায় দেখি আমি।
ক্ষিধা লাগলে খাও যখন,
তখনি খাই আমি।
আমার বলতে আর,
কিছুই নেই,
অস্তিত্বে যেন মিশে আছ তুমি ।।
এটি একটি প্রিমিয়াম পোস্ট।