পোস্টস

কবিতা

এবার যদি ফিরি (প্রিমিয়াম)

২৮ সেপ্টেম্বর ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

এবার যদি ফিরে আসি

লিংকন

এবার যদি ফিরে আসি
তবে তোমার হয়েই
ফিরবো আমি !

ফিরবো,
তোমার একান্ত নিজের হয়ে !
ভালোবাসার মানুষ হয়ে!
আত্মার স্পন্দন হয়ে!

যদি ফিরে আসি তবে,
তোমার প্রিয় শরতের কাশফুল হয়ে!
নয়তো শীতল বাতাস হয়ে
ফিরবো আমি!

ফিরবো তোমার প্রিয়,
প্রভাতের সোনালি আলো হয়ে!
নয়তো ভোরের নীল পাখি হয়ে!

ফিরবো গোধূলিবেলার
রক্তিম লাল আলো হয়ে!
নয়তো তোমার প্রিয়
সন্ধ্যাতারা হয়ে!

ফিরবো রাতের আঁধারে
জোনাকিপোঁকা হয়ে!
মাঝরাতের ঘুম ভাঙ্গানি স্বপ্ন নিয়ে!

এবার যদি ফিরে আসি,
দেখে নিও প্রিয়তা,
তোমার হয়ে
তবেই ফিরবো আমি,,,

এটি একটি প্রিমিয়াম পোস্ট।