পোস্টস

কবিতা

স্বাধীনতা! (প্রিমিয়াম)

২৮ সেপ্টেম্বর ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

স্বাধীনতা!

লিংকন
২৮/৯/২০

তবে কেমন স্বাধীনতা পেলাম মোরা!
কেন? তবে লক্ষ লক্ষ বীরের আত্মাহুতি!
কেন? তবে লক্ষ মায়ের আত্মত্যাগ!

৭১' যে ধর্ষণ,
২০' এসেও থামেনি তা!
৭১' এ যে অনিয়ম,
২০' এ এসে তা হয়ে গেছে নিয়ম!
৭১' এ যে দুর্নীতি,
২০' এ এসে চলছে লাগামহীন
ঘোড়ার মতো!
৭১' এ যে খুন, গুম, রক্ত গঙ্গা,
২০' এ এসেও দেখি তা ফেঁপে
ফুলে এক রক্ত সাগর!

তবে এ কিসের স্বাধীনতা!
তবে এ কি দুর্বিত্ত্বের স্বাধীনতা!
চোর, বাটপার, দুর্নীতিবাজ,
মিথ্যুক, ধর্ষক, খুনিদের স্বাধীনতা!

৭১' আর ২০'!
তবে কি সমান তালে চলা,, রক্তখেকোদের এই আবাস!

এটি একটি প্রিমিয়াম পোস্ট।